- বাংলাদেশ
- তিন সিটিতে ৫৬১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
তিন সিটিতে ৫৬১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

খুলনা, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আজ রোববার পর্যন্ত ৫৬১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ১২ জন, সাধারণ ওয়ার্ডে ৪২৩ ও সংরক্ষিত ওয়ার্ডে ১২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা ব্যুরো জানায়, খুলনা সিটিতে মেয়র পদে এ পর্যন্ত ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪১ ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ কামরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবদুল আওয়াল, স্বতন্ত্র এস এম মুশফিকুর রহমান, আবদুল গফফার বিশ্বাস ও মো. আবদুল্লাহ চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট ব্যুরো জানায়, সিলেট সিটিতে এক মেয়রসহ আরও ৮৭ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁরা। এ নিয়ে মেয়র পদে ৪ জন, ৪২টি সাধারণ ওয়ার্ডে ২০৮ ও সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে ৫৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
মেয়র প্রার্থীরা হলেন– ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবদুল হানিফ কুটু, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী সিটিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার দুপুরে মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের নেতৃত্বে নেতাকর্মী রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আজ পর্যন্ত এখানে মেয়র পদে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
তিনি আরও জানান, রোববার পর্যন্ত কাউন্সিলর পদে ৭৪ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর লিটন বলেন, ‘২১ মে সবাই মিলে মনোনয়নপত্র জমা দেব। ২ জুন প্রতীক বরাদ্দের পর প্রচারে নামব। আশা করছি, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’
মন্তব্য করুন