- বাংলাদেশ
- যুক্তরাজ্যে সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা
যুক্তরাজ্যে সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা
-samakal-6458a51a1fae4.jpg)
লন্ডনে আনুষ্ঠানিক যাত্রা করলো 'সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন।' স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইট হলে গালা ডিনারে ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আনুষ্ঠানিক পথ চলার ঘোষণা দেন।
গত ২৪ মার্চ নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকার হোটেলে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের উদ্বোধন করেন সাকিব। বাংলাদেশে ক্যান্সার রোগীদের মধ্যে সচেতনতা তৈরি এবং তাদের চিকিৎসা সহায়তার জন্য টাইগার অলরাউন্ডারের এই উদ্যোগ।
লন্ডনের অনুষ্ঠানে সাকিব ক্যান্সার ফাউন্ডেশনের জন্য যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, 'ক্যান্সার রোগীকে নিয়ে তার পরিবার এবং রোগী নিজে কতটা কষ্ট করেন তা আমরা দেখি। এই জায়গা থেকে আমরা একটা ভালো উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেছি। এই ফাউন্ডেশনের অগ্রগতিতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জন্য ভালো কিছু করব। আমরা সবাই আমাদের লক্ষ্য সম্পর্কে অবগত আছি।'
এক ভিডিও বার্তায় সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলেন, 'আপনারা জানেন যে আমি আমার বাবা-মাকে ক্যান্সারের কারণে হারিয়েছি। এক বছরের ব্যবধানে দু'জনকেই হারানো আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। এটা খুবই কঠিন যাত্রা, যারা এর মধ্য দিয়ে গেছে তারা বুঝবে। তাই আমি চাই না, কেউ আর এমন পরিস্থিতির মধ্যে পড়ুক। ক্যান্সার যদি শুরুতে ধরা পড়ে তাহলে জীবন বাঁচানো সম্ভব। এই সংগঠনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।'
অনুষ্ঠানটির সমন্বয়ক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাফী খান সাংবাদিকদের বলেন, 'গত ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধনের পর এটিই আমাদের প্রথম আয়োজন। প্রবাসীদের মধ্যে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের বার্তা পৌঁছে দিতে চাই আমরা। লন্ডনে চ্যারিটি রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিষ্ট্রেশন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে আমরা ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করব।'
মন্তব্য করুন