- বাংলাদেশ
- ড. ইউনূস নন, ক্ষুদ্রঋণের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর: হানিফ
ড. ইউনূস নন, ক্ষুদ্রঋণের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর: হানিফ

ড. মুহাম্মদ ইউনূস নন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুদ্রঋণের প্রবর্তক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, কবি জমিদারি পরিচালনা করতে এসে শিলাইদহে সমবায়ের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করেছিলেন।
সোমবার কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি চত্ত্বরে কবির ১৬২তম জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ড. ইউনূস ক্ষুদ্র ঋণের নামে সুদের কারবার করেছেন, দেশের অর্থ আত্মসাৎ করেছেন। আর সুদ দিতে না পেরে দেশের অনেক মানুষের প্রাণ ঝরে গেছে।
তিনি আরও বলেন, রবীন্দ্রনাথসহ দেশের সকল প্রথিতযশা সাহিত্যিকদের স্মৃতিভিটা সংরক্ষণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিলুপ্তপ্রায় সাহিত্যদের স্মৃতি যেভাবে তুলে আনা হয়েছে, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে কবির জন্মোৎসব উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে কুঠিবাড়ি চত্ত্বর। দূর-দূরান্ত থেকে এখানে দর্শনার্থী আসছেন। কুঠিবাড়ির বাইরে বসেছে গ্রামীণ মেলা।
জমিদারি দেখাশোনার কাজে ১৮৯১ সালে প্রথম কুঠিবাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে বসেই তিনি রচনা করেন গীতাঞ্জলীসহ অংসখ্য কাব্যগ্রন্থ, গান ও কবিতা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত জন্মোৎসবের অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত ও রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে। গান, নাটক ও নৃত্যসহ বিভিন্ন আয়োজনে অনুষ্ঠান চলবে আগামী বুধবার পর্যন্ত।
জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
মন্তব্য করুন