- বাংলাদেশ
- পাথরঘাটায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ জন গ্রেপ্তার
পাথরঘাটায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ জন গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় একাত্তরে স্বাধীনতাযুদ্ধ চলাকালে তিন মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার সকালে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ছহেরাবাদ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের ফজলুল হক খান ওরফে ফজলু খলিফা (৬৯), একই গ্রামের ইউসুফ আলী খান ওরফে ইউসুফ মুন্সী (৭৪) ও ছোট টেংরা গ্রামের আ. রাজ্জাক (৭৮)।
জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাথরঘাটার মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, কর্ণধার মিস্ত্রি ও মনোহর মিস্ত্রিকে হত্যার ঘটনা সংঘটিত হয়। এর অপরাধে ২০১৯ সালে মন্নান হাওলাদারকে প্রধান আসামি করে একটি মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন- সুলতান আহমেদ, ফজলুল হক খান, ইউসুফ মুন্সী, আ. রাজ্জাক ও হযরত আলী। মামলার পরপরই প্রধান আসামি আ. মন্নান হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছিল। এর প্রায় চার বছর পর অভিযুক্ত এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন সমকালকে বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলায় পাথরঘাটা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন