- বাংলাদেশ
- ঢামেক হাসপাতালে আবার অগ্নিকাণ্ড
ঢামেক হাসপাতালে আবার অগ্নিকাণ্ড

ফাইল ছবি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার বিকেলে হাসপাতালের পুরোনো ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে তারা পৌঁছার আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। এর আগে ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ৩১০ নম্বর ওয়ার্ডের বারান্দায় হাসপাতালকর্মীদের পোশাক পরিবর্তনের একটি স্থান রয়েছে। সেখানে একটি ছোট ঘরে অক্সিজেন সিলিন্ডারসহ কিছু মালপত্র রাখা ছিল। বিকেল পৌনে ৫টার দিকে ওই স্থানে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্রুতই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
ওই ওয়ার্ডের নার্স নাসরিন আক্তার জানান, আগুনের কারণে ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। এতে ওয়ার্ডে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে আগুনে কারও ক্ষতি হয়নি। ঘরে থাকা একটি টেবিল ফ্যান পুরোপুরি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান সমকালকে জানান, ঢামেক হাসপাতালে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ারের দুটি ইউনিট রওনা দেয়। তবে তাদের কাজ করার প্রয়োজন পড়েনি। এর আগেই আগুন নেভানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন।
এর আগে একাধিকবার ঢামেক হাসপাতালে আগুন লেগেছে। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি হাসপাতালের চতুর্থ তলার কিডনি বিভাগে আগুন লাগে। এ সময় আতঙ্কিত হয়ে ছয় তলা থেকে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামে এক রোগী মারা যান।
মন্তব্য করুন