- বাংলাদেশ
- শেকৃবির পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের নতুন ডিন ড. আব্দুর রাজ্জাক
শেকৃবির পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের নতুন ডিন ড. আব্দুর রাজ্জাক

এতে বলা হয়, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিনের দায়িত্বে থাকা অধ্যাপক ড. অলোক কুমার পাল সম্প্রতি প্রো-ভিসি হিসেবে যোগদান করায় বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে তাকে অব্যাহতি প্রদান করে কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাককে ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে গবেষণা বিভাগের পরিচালক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।
অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক ১৯৬৪ সালে ১৯৯০ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বর্তমান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) প্রভাষক পদে যোগদান করেন। তিনি শেকৃবি গবেষণা বিভাগের পরিচালক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রতিষ্ঠাকালীন সদস্য, বিভাগীয় চেয়ারম্যান ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও দেশি ও বিদেশি জার্নালে তার ৩৯টির অধিক গবেষণা প্রকাশিত হয়েছে।
সদ্য নিয়োগপ্রাপ্ত পোস্ট গ্রাজুয়েট ডিন অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ডিন হিসেবে আমার চেষ্টা থাকবে আমাদের এমএস ও পিএইচডি ডিগ্রির মান বৃদ্ধি করা, যাতে এই ডিগ্রির গ্রহণযোগ্যতা বাড়ে। এ ছাড়া সেশনজট কমানো এবং গবেষণা ও থিসিসের মানবৃদ্ধির জন্যও আমি সর্বোচ্চ চেষ্টা করব।
একই দিনে পৃথক অফিস আদেশে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান খানকে গবেষণা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য করুন