- বাংলাদেশ
- মানেকে কেনার প্রস্তাব প্রস্তুত করছে চেলসি
মানেকে কেনার প্রস্তাব প্রস্তুত করছে চেলসি

বায়ার্ন স্ট্রাইকার সাদিও মানে। ছবি: ফাইল
মৌসুমের শুরুতে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে। মৌসুম এখনও শেষ হয়নি। এরই মধ্যে বায়ার্ন মিউনিখ তার প্রতি আস্থা হারিয়েছে।
মিউনিখে যাওয়ার পর বড় ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন মানে। এরপর অফ ফর্মে আছেন তিনি। ওদিকে তার আচরণ বিধি নিয়েও প্রশ্ন উঠে গেছে। লিরয় সানের মুখে ঘুষি দেওয়ার বিষয়টি এখনও পুরনো হয়নি।
ভালো প্রস্তাব পেলে সানেকে তাই বিক্রি করে দিতে চায় বায়ার্ন মিউনিখ। সংবাদ মাধ্যম ফুটবল ইনসাইডার দাবি করেছে, ওই সুযোগ নিতে চায় চেলসি। বায়ার্ন স্ট্রাইকারকে কেনার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার কথাও ভাবছে ব্লুজরা।
সাদিও মানে বায়ার্নের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলে ১২ গোল করেছেন, পাঁচ গোলে সহায়তা দিয়েছেন। তাকে ৩২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল বায়ার্ন। এখন চেলসি কত দিয়ে কেনার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে তা অবশ্য জানা যায়নি।
সাদিও মানেকে বিক্রির কথা যেমন বায়ার্ন মিউনিখ ভাবছে। তেমনি নতুন স্ট্রাইকার কেনার কথাও ভাবছে। তাদের তালিকায় আছেন টটেনহ্যামে খেলা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন ও ইনট্রাক ফ্রাঙ্কফুটে খেলা ফ্রান্সের কোলো মুয়ানি। যদিও বায়ার্ন ডিরেক্টর অলিভার কান তাদের নিয়ে কথা বলতে রাজি হননি।
তিনি জানিয়েছেন, অন্য দলের খেলোয়াড় নিয়ে কথা বলা তিনি পছন্দ করেন। এর বাইরে নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন আছেন বায়ার্নের নজরে। যদিও তার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো হওয়ায় কান বলেছেন, ‘এটা হবে ঝুঁকিপূর্ণ চুক্তি।’ কারণ অর্থ খরচ করে সেটা ওই খেলোয়াড়ের থেকে আয় করে নেওয়ার নিশ্চয়তা দরকার তাদের।
মন্তব্য করুন