- বাংলাদেশ
- শর্ত পূরণ করেও নিবন্ধন না পাওয়ায় প্রতিবাদ বাংলাদেশ জাতীয় দলের
শর্ত পূরণ করেও নিবন্ধন না পাওয়ায় প্রতিবাদ বাংলাদেশ জাতীয় দলের

বাংলাদেশ জাতীয় দলের সংবাদ সংম্মেলন। ছবি: সমকাল
নির্বাচন কমিশনের (ইসি) শর্ত পূরণ করেও নিবন্ধন না পাওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
তিনি বলেন, ৪০টি দলের মধ্যে অন্য ১২টি রাজনৈতিক দল কীভাবে, কোন প্রক্রিয়ায় নিবন্ধন পাচ্ছে সে বিষয়ে ইসিকে পরিষ্কার করতে হবে। ইসি একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশ জাতীয় দলের নিবন্ধন পেতে আদালতে যাব।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, সারোয়ার আলম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট লুৎফুল হাবিব লিটন, জিয়াউল হক জিয়া ও প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।
সংবাদ সম্মেলনে সৈয়দ এহসানুল হুদা বলেন, দলের নিবন্ধন পাওয়ার তিনটি শর্তের মধ্যে আমরা দ্বিতীয় শর্তের (আ) ধারা অনুযায়ী আবেদন করি। ওই শর্তে উল্লেখ রয়েছে, স্বাধীনতার পর নিবন্ধনের জন্য আবেদন দাখিল করার তারিখ পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল হুদা ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ময়মনসিংহ-২৩ (কিশোরগঞ্জ-৫ আসন) থেকে খেজুর গাছ মার্কায় প্রদত্ত ভোটের ১২ দশমিক ৭ শতাংশ ভোট পান। ১২ দশমিক ৭ শতাংশ ভোট পাওয়ার প্রত্যয়নপত্রের জন্য আবেদন করা হয়। কিন্তু তথ্য সংরক্ষিত না থাকায় কমিশন প্রত্যয়নপত্র দেয়নি।
জাতীয় দলের চেয়ারম্যান বলেন, ৪০টি দলের কোন দল কোন প্রক্রিয়ায় নিবন্ধনের যোগ্য হয়েছে তা প্রকাশ করা হোক। যে ১২টি দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে তাদের নিবন্ধন পাওয়ার যৌক্তিক কারণ ও যোগ্যতার বিষয়টি ব্যাখ্যা করে তুলে ধরা হোক। তথ্য অধিকার আইন অনুযায়ী আমাদের এবং জনগণের বিষয়টি জানার অধিকার আছে। আমরা আইনের আশ্রয় নিয়ে প্রমাণ করব, বাংলাদেশ জাতীয় দল নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নিবন্ধন পাওয়ার শতভাগ যোগ্য।
মন্তব্য করুন