নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ার দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মায়মুনের নেতৃত্বে সংগঠিত হওয়ার পরিকল্পনা করছিল। সিলেটে অবস্থানের সময় মায়মুনের সঙ্গে চাকরিচ্যুত মেজর জিয়ার যোগাযোগ এবং তার বাসায় যাতায়াত ছিল।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার মঈন বলেন, সিলেটে গ্রেপ্তার জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মায়মুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে তারা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তাই তার আগের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। তবে মায়মুনের সঙ্গে আনসার আল ইসলামের নেতা ও চাকরিচ্যুত মেজর জিয়ার ভালো সম্পর্ক ছিল। 

প্রাথমিকভাবে তিনি নতুন জঙ্গি সংগঠনকে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। এখনই তাদের কোনো ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাব।