- বাংলাদেশ
- একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: যশোরের ৪ জনের রায় যে কোনো দিন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: যশোরের ৪ জনের রায় যে কোনো দিন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লাসহ চারজনের বিরুদ্ধে করা মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
মামলার চার আসামির মধ্যে আমজাদ হোসেন মোল্লা কারাগারে আছেন। অপর তিন আসামি মো. ওহাব মোল্লা, মাহতাব বিশ্বাস ও ফসিয়ার রহমান মোল্লা পলাতক।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম ও আবদুস সাত্তার পালোয়ান।
মামলায় তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশন পক্ষের আনা আট সাক্ষী তাঁদের জবানবন্দি দেন। আসামি পক্ষের একজন সাফাই সাক্ষ্য দিয়েছেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাঘারপাড়া উপজেলার চাঁদপুর গ্রামের ডা. নওফেল উদ্দিন বিশ্বাস এবং ময়েনউদ্দিন ও আয়েনউদ্দিন আয়নাকে অপরহণের পর হত্যার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া তারা মাগুরার শালিখা থানার সীমাখালী বাজার ঘাটের মাঝি রজব আলী বিশ্বাসকে আটক করে হত্যা করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্যাতন, আটকসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালে এ মামলার তদন্ত শুরু হয়ে ২০১৮ সালে শেষ হয়।
মন্তব্য করুন