- বাংলাদেশ
- আ.লীগের দলীয় কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ স্থাপন বিষয়ক সভা
আ.লীগের দলীয় কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ স্থাপন বিষয়ক সভা

আওয়ামী লীগের জেলা ও মহানগর পর্যায়ে দলীয় কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ স্থাপন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির রাজনৈতিক কার্যালয়ে জুম মিটিং এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ারের সভাপতিত্বে সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, উপ-দপ্তর ও উপ-প্রচার সম্পাদক এবং আওয়ামী লীগের অনলাইন টিম ও ডাটাবেইজ টিম এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার ‘স্মার্ট কর্নার’ স্থাপন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সাবেক মন্ত্রী পরিষদ সচিব বলেন, তৃণমূল আওয়ামী লীগই আমাদের সবচেয়ে বড় শক্তি। তৃণমূলের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব তার প্রমান আপনারা বার বার দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে আমরা সকলে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিবো।
কবির বিন আনোয়ার বলেন, তরুণরাই আমাদের বড় শক্তি, দেশের সকল দুর্যোগে এই তরুণরাই সবার আগে এগিয়ে আসে। এই তরুণদেরকে আমরা গড়ে তুলতে চাই স্মার্ট হিসেবে-যেনো তারা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সাহায্য করতে পারে। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন