- বাংলাদেশ
- এলএনজি সরবরাহ হ্রাস, তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে
এলএনজি সরবরাহ হ্রাস, তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে

ঘূর্ণিঝড় 'মোকা'র কারণে এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে। এ অবস্থায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
এর আগে ঘূর্ণিঝড় 'মোকা’র প্রভাবে মহেশখালীর দু'টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার রাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।
মন্তব্য করুন