ময়মনসিংহে ত্রিশালের আউলিয়ানগন স্টেশন সংলগ্ন পাটুলি নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের একটি ব্রিজ মেরামত কাজ চলছে। এর কারণে শনিবার দুপুর আড়াইটা থেকে তিন ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। দুই স্টেশনে আটকা পড়েছে দুইটি ট্রেন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছেন আউলিয়ানগন স্টেশনের স্টেশন মাস্টার রায়হান চৌধুরী।

জানা যায়, ত্রিশাল উপজেলার আউলিয়ানগন স্টেশন সংলগ্ন পাটুলি নামকস্থানে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের একটি ব্রিজের নিচ থেকে মাটি সরে যাওয়ায় গত সোমবার সেতুর সংস্কারকাজ করেন রেল কর্তৃপক্ষ। সংস্কারকাজ পুরোপুরি শেষ না হওয়ায় দুর্ঘটনা এড়াতে আজ শনিবার দুপুর আড়াইটা থেকে আবারও মেরামতের কাজ শুরু করে কর্তৃপক্ষ। এতে তিন ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফাতেমানগর স্টেশনে আটকে আছে বলাকা এক্সপ্রেস ও গফরগাঁও স্টেশনে আটকে আছে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে দুইটি ট্রেন। সংস্কারকাজ শেষ হতে কতক্ষণ সময় লাগতে পারে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। দীর্ঘসময় আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

স্টেশন মাস্টার রায়হান চৌধুরী জানান, রেললাইনের একটি সেতুর মেরামত কাজ চলছে। যার কারণে তিন ঘণ্টা ধরে আটকে আছে দুইটি ট্রেন। ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না।