- বাংলাদেশ
- আফতাবনগরে গরুর হাট না বসাতে রিট হাইকোর্টে
আফতাবনগরে গরুর হাট না বসাতে রিট হাইকোর্টে

হাইকোর্ট। ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহার (কোরবানির ঈদ) সময় রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিটে স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ডিএনসিসির প্রধান ভূমি অফিসার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষ ও ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) বিবাদী করা হয়েছে।
এর আগে রিটে উল্লেখিত বিবাদীদের একই বিষয়ে আফতাবনগরের বাসিন্দা শেখ মাহমুদ উজ্জলের পক্ষে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের সন্তোষজনক কোনো জবাব না পাওয়ায় আজ রিটটি দায়ের করা হয়।
রিট আবেদনে বলা হয়, রাজউক অনুমোদন মোতাবেক আফতাবনগর একটি পরিকল্পিত আবাসিক এলাকা। এখানে গরু–ছাগলের হাটের কারণে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াতে অসুবিধা হয়। এলাকাবাসীর যাতায়াতে ভোগান্তি ও অসুবিধা হয়।
রিটে আরও বলা হয়, ইস্টার্ন হাউজিং লিমিটেড ও সোসাইটি কর্তৃপক্ষ বিভিন্ন সড়কে যে সকল বৈদ্যুতিক লাইন ও বাতি লাগিয়েছে হাটের সময় ব্যবসায়ীরা তাদের নিজস্ব বাতি লাগানোর জন্য এ সকল লাইন নষ্ট করে দেয় এবং বৈদ্যুতিক বাতি নিয়ে যায়।
গত ২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ সাহে আলম সই করা সম্পত্তি বিভাগ ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করেন। দরপত্রে ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন গরুর হাটের কথা উল্লেখ করা হয়।
মন্তব্য করুন