আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলার বিষয়টি পছন্দ হয়নি বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বৃষ্টি বাধায় ঠিক মতো অনুশীলন না হওয়ায় আক্ষেপ ঝরেছিল তার কণ্ঠে। সিরিজটি ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে তেমন উপকারে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। 

অথচ আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ থেকে বড় শিক্ষা পেয়েছে বাংলাদেশ। কীভাবে বড় রান তাড়া করা যায়, কীভাবে নিজেদের পুঁজি ডিফেন্ড করতে হয় তা দেখিয়েছে টাইগাররা। সিরিজ সেরা হওয়া নাজমুল শান্তর মতে, এই দুই শিক্ষা বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ। 

ঢাকায় ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘আমরা যে রানটা (৩১৯) চেজ করলাম এবং যে ম্যাচটা ডিফেন্ড করলাম; আমার মনে হয় দুটো ম্যাচই বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ। রান চেজ করা ও ডিফেন্ড করার দুই ধরনের অনুভূমি পেলাম। এ ধরনের পরিস্থিতি বিশ্বকাপে আসতেই পারে। এটা মনে রেখে খেলতে পারলে দলের জন্য ভালো হবে।’ 

শান্ত মনে করেন, বাংলাদেশ দলের ক্রিকেট ভালো হচ্ছে, ভালো যাচ্ছেও। তবে উন্নতি করার আরও জায়গা আছে, ‘আমার মনে হয়, আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলেছি। সবাই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছে। উন্নতির আরও জায়গা আছে। আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে। এই ফর্ম কন্টিনিউ করতে পারলে দলের জন্য ভালো।’ 

আইরিশদের বিপক্ষে শান্ত ব্যাট হাতে ভালো করেছেন। গুরুত্বপূর্ণ সময়ে বল করে উইকেট নিয়েছেন। ফিল্ডিংয়ের সময় তার নেতৃত্বগুনও দেখা গেছে। বিষয়টি নিয়ে শান্ত বলেন, ‘বোলিং খুব ভালো হয়েছে বলবো না। তিন ওভার বোলিং করে অনেক কিছু করেও ফেলিনি। ফিল্ডিংয়ের সময়  সবাই অধিনায়ক, বোলারকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। এটা দলের উপকারে আসায় ভালো লেগেছে। সবসময় চিন্তা থাকে কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।’