- বাংলাদেশ
- চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন
নাইকো দুর্নীতি মামলা
চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - ফাইল ছবি
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল। আগামী সপ্তাহে আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান অভিযোগ গঠন করে আগামী ২৩ মে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।
মামলায় ‘অবৈধভাবে অভিযোগ গঠন করা হয়েছে’ উল্লেখ করে আবেদনে নিম্ন আদালতের আদেশ বাতিলের অনুরোধ জানানো হয়েছে।
রাজধানীর তেজগাঁও থানায় ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরের বছর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।
অভিযোগপত্রে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেন। আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
মন্তব্য করুন