পুরান ঢাকার ধোলাইখাল জলাধারের পরিবেশ হাতিরঝিলের চেয়েও সুন্দর ও নান্দনিক হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ধোলাইখাল জলাধার পুরান ঢাকার ফুসফুস। আগামী এক বছরের মধ্যেই এই নোংরা দৃশ্যপট পরিবর্তিত হয়ে হাতিরঝিলের চেয়েও সুন্দর, সবুজ ও নান্দনিক পরিবেশ সৃষ্টি হবে।

বুধবার ধোলাইখাল জলাধার সবুজায়ন ও নান্দনিক পরিবেশ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তাপস বলেন, ঐতিহাসিক দিবসে (শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন) আমরা এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত এই কার্যক্রমের শুভ সূচনা করতে পেরেছি। এখানে সুপ্রশস্ত হাঁটার পথ থাকবে। ছেলেমেয়েরা সাইকেল চালিয়ে নান্দনিক পরিবেশ উপভোগ করতে পারবে। সবুজায়নের পাশাপাশি থাকবে উন্মুক্ত মঞ্চ। দেশীয় ঐতিহ্যকে ধারণ করে সাংস্কৃতিক চর্চা হবে। ঝরনা ও শিশুদের খেলার জায়গা থাকবে। তা ছাড়া থাকবে খাবার-দাবারের ব্যবস্থাও।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।