গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি তপু চন্দ্র ঘোষকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয় ওই বিজ্ঞপ্তিটি।

এতে বলা হয়, ‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি তপু চন্দ্র ঘোষকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তপু ঘোষ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের অর্জুনদি গ্রামের বাসিন্দা। ২০১৯ সালের জুলাই মাসে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হন তিনি। সৌদি আরব ফেরত উজ্জ্বল হোসেনের কাছ থেকে ১৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের মামলায় শনিবার তপু পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ সময় তাঁর তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বন্দর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক রেজাউল করিম বলেন, সহযোগীদের নিয়ে তপু ডিবি পরিচয় দিয়ে গত ৪ এপ্রিল ওই ব্যক্তির ১৭ লাখ টাকা লুট করেন। গ্রেপ্তারের পরদিন রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

আসামিরা জানিয়েছেন, তপু চন্দ্র ঘোষের নেতৃত্বে একইভাবে আগেও ছিনতাই করেছেন। নেতৃত্ব দেওয়ায় ছিনতাইয়ের টাকার বেশি অংশ তপুই নিতেন।