- বাংলাদেশ
- উদ্যোক্তাকে দক্ষ করবে ই-ক্যাব-এসএমই ফাউন্ডেশন
চুক্তি
উদ্যোক্তাকে দক্ষ করবে ই-ক্যাব-এসএমই ফাউন্ডেশন

ই-ক্যাব সভাপতি শমী কায়সার ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান চুক্তি সই করেন।
স্মার্ট বাংলাদেশ গড়তে দেশি উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তিতে আরও স্মার্ট ও সুদক্ষ করতে যৌথ উদ্যোগে কাজ করবে ইক্যাব ও এসএমই ফাউন্ডেশন। কাজের উদ্দেশে সংগঠন দুটি সমঝোতা স্মারক সই করেছে।
চুক্তি শর্তে, ব্যবসায় দক্ষতার মানোন্নয়ন ও সম্প্রসারণে পারস্পরিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে দেশের এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণকে সফল করতে এখন থেকে একত্রে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ই ক্যাব। তা ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প সুরক্ষা ও উন্নয়নেও পরিকল্পিতভাবে কাজ করবে সংগঠন দুটি।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান সংগঠনের হয়ে চুক্তি সই করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, ই-ক্যাব উইমেন্স ফোরামের সভাপতি নাজনীন নাহার, সহসভাপতি জেরিন মারজান খানসহ ফাউন্ডেশন ও ই-ক্যাবের কর্মকর্তারা।
সভাপতি (ই-ক্যাব) শমী কায়সার জানালেন, ই-কমার্সে ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণ ক্রমবর্ধমান। সারাদেশে শুধু ই-কমার্সের সঙ্গেই যুক্ত আছেন ৩ লাখ উদ্যোক্তা। জাতীয় অর্থনীতিতে তাদের অবদান নেহায়েত কম নয়। তাদের অবদানকে আরও ত্বরান্বিত করতে ও তাদেরকে তথ্যপ্রযুক্তির ডিজিটাল-ফিনান্সিয়াল লিটারেসি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে সুদক্ষ করে তুলতে হবে।
বিদেশেও তাদের ব্যবসার প্রসারে এখন থেকে ই-ক্যাব ও এসএমই ফাউন্ডেশন কাজ করবে। তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। বিশেষ করে নারী উদ্যোক্তা উন্নয়নে বেশ ভালো কাজ করছে। সুযোগটা কাজে লাগিয়ে ই-ক্যাবের পক্ষে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের ই-কমার্সের সঙ্গে যুক্ত করাটা সহজ হবে বলে মনে করেন শমী কায়সার।
চুক্তি প্রসঙ্গে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান জানালেন, দেশের মোট কর্মক্ষম নারীর মধ্যে বর্তমানে ৩২ শতাংশ নারী-ই জাতীয় অর্থনীতির সঙ্গে সংযুক্ত। অন্যদিকে তথ্যপ্রযুক্তি উৎকর্ষতায় সৃষ্টি হচ্ছে উন্নয়নের নানা সুযোগ-সুবিধা। সুযোগগুলো কাজে লাগাতে হবে। কর্মক্ষম নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং উদ্যোক্তাদের প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে সুদক্ষ করে তুলতে হবে। ফলে ডিজিটাল উন্নয়নের সময়ে তারাও সহযাত্রী হয়ে স্মার্ট বাংলাদেশ নির্মাণে গর্বিত অংশীদার হতে পারবেন। চুক্তির সাফল্য বিবেচনায় স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্ম-পরিকল্পনা নিয়ে কাজ করবে।
বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বললেন, দেশি উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবসার সঙ্গে সংযুক্ত করতে এবং তাদের স্বার্থ সংরক্ষণে ই-ক্যাব কাজ করে আসছে। সারাদেশে উদ্যোক্তাদের দক্ষতার মানোন্নয়ন, বাজার প্রসার ও অর্থনৈতিক দক্ষতা উন্নয়নে কাজ করছি। চুক্তির মাধ্যমে কাজগুলো এখন আরও সুপরিকল্পিত হবে। তৃণমূল পর্যায়ে উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তির সঙ্গে যোগাসূত্র বাড়বে। ফলে তারা প্রযুক্তিতে দক্ষ হয়ে ব্যবসায় সফল হতে পারবেন।
মন্তব্য করুন