সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটি বাতিল করে নতুনভাবে ভোটগ্রহণের দাবিতে বৃহস্পতিবারও বিক্ষোভ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। অপরদিকে একই সময়ে বিএনপির আইনজীবীদের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীরও পাল্টা বিক্ষোভ করেছে সুপ্রিম কোর্ট অঙ্গনে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সুপ্রিম কোর্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপিপন্থি আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল, অ্যাডভোকেট কামরুল সজল প্রমুখ। মিছিল শেষে তারা সমিতি ভবনের প্রবেশমুখে সমাবেশ করেন। অন্যদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে প্রতিবাদ সমাবেশ করেন আওয়ামীপন্থি আইনজীবীরা। সমাবেশে বক্তারা উচ্চ আদালতে ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী বিএনপির আইনজীবীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে গত মঙ্গলবার ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুরের ঘটনায় বিএনপিপন্থী ২৫ আইনজীবীর নাম অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামিকে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, ভাঙচুর, মামলা, সাংবাদিক পেটানো, প্রধান বিচারপতির কাছে নালিশ ও ধাক্কাধাক্কির মধ্যে অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। ১৪টি পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে এ নির্বাচনে। নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থেকেছিলেন বিএনপি সমর্থক আইনজীবীরা। এরপর থেকে বিএনপিপন্থি আইনজীবীরা আন্দোলন করে আসছে।