- বাংলাদেশ
- সিলেট সিটি নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা চারবারের কাউন্সিলরের
সিলেট সিটি নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা চারবারের কাউন্সিলরের
-samakal-64664f2804253.jpg)
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিলেন ৪ নম্বর ওয়ার্ডের চারবারের নির্বাচিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন নগর বিএনপির প্রভাবশালী এই নেতা। সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীসহ নগরবাসীকে নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে কয়েস লোদী বলেন, মানুষ নিজের ইচ্ছামতো ভোট দিতে পারছে না, লেভেল প্লেয়িং ফিল্ড নেই এবং নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। সিটি নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিনে সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, নগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার এমনকি সিসিকের ৪ নম্বর ওয়ার্ডের পানি শাখার কর্মচারী সাইফুর রহমান ইমনসহ নগরীর ৪২টি ওয়ার্ডের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, দলের সিদ্ধান্ত মেনে এই সরকার ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে আমি কোনো নির্বাচনে প্রার্থী হব না। আমার কাছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর কাছে প্রহসনের নির্বাচন বর্জন করার আহ্বান জানান।
লোদী আরও বলেন, দেশে আজ গণতন্ত্র, ভোটাধিকার, বাক্স্বাধীনতা ও সুশাসন বলতে কিছু নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সাধারণ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।
সিলেট সিটি করপোরেশন গঠিত হওয়ার পর ২০০৩ সালের প্রথম নির্বাচন থেকে ২০ বছরে টানা চারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লোদী।
মন্তব্য করুন