- বাংলাদেশ
- বিদ্যালয় থেকে বাদ পড়ছে জিন্নাহর নাম
বিদ্যালয় থেকে বাদ পড়ছে জিন্নাহর নাম

দীর্ঘ ৫২ বছর পর নামের কষ্ট দূর হচ্ছে জামালগঞ্জের রূপাবালি গ্রামবাসীর। তাদের গ্রামের ‘জিন্নাহ মেমোরিয়াল’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ হচ্ছে ‘রূপাবালি সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
গত ১১ মে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান নাম পরিবর্তনের এ চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠান। এর আগে গত ৭ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত জেলা কমিটির সভায় ‘জিন্নাহ মেমোরিয়াল’-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম জানান, ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয়করণ হয়। পাকিস্তান আমলে পাকিস্তান রাষ্ট্রের জনক মোহাম্মদ আলী জিন্নাহর নামে বিদ্যালয়টির নামকরণ করা হয়েছিল জিন্নাহ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্বাধীনতার ৫২ বছর পরও বিদ্যালয়টির নাম জিন্নাহ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় বিব্রতকর অবস্থায় ছিল এলাকাবাসী। নামের কারণে এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে বহু জায়গায় গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। প্রায় ১৫ বছর হয় এলাকাবাসী বিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। অবশেষে বিদ্যালয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ মার্চ সংশ্লিষ্ট বিষয়ের উপজেলা কমিটি বিদ্যালয়টির নাম ‘রূপাবালি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করার প্রস্তাব পাঠায়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, বিদ্যালয়টির নাম পরিবর্তনের সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন। জেলা কমিটির সিদ্ধান্ত ঊর্ধ্বতনদের কাছে পাঠানো হয়েছে। এ বিদ্যালয়ের নাম পরিবর্তনে আর কোনো বাধা নেই।
মন্তব্য করুন