ফড়িং সোনা, তোমরা যারা নেটে থাকো, যারা আব্বু-আম্মু, ভাইয়া-আপুদের ফেসবুকে বসো; তাদের বলি, এখন কিন্তু ফেসবুকেও তোমরা ঘাসফড়িং দেখতে পাবে। তোমরা ঘাসফড়িংয়ের ফেসবুক পেজে কী দেখতে চাও, তোমাদের মনের কথা, ভালো লাগা, মন্দ লাগার কথা কিংবা ঘাসফড়িং নিয়ে তোমাদের ভাবনাও আমাদের জানিয়ে দাও। তারপর আমরা তোমাদের ভাবনাকে গুরুত্ব দিয়ে সাজাবো আমাদের ফেসবুক পেজ। ফেসবুক পেজের জন্য চাইলে তোমরা লিখতেও পারো। সেই লেখা আমরা ছাপিয়ে দেবো এখানে।
আমাদের ঠিকানা–
ফড়িং মিয়া, ঘাসফড়িং, সমকাল, টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
লাইক দিয়ে সঙ্গে থাকো: http://surl.li/ctguh
মন্তব্য করুন