তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। গ্রামকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার সিংড়া উপজেলা কৃষি অডিটোরিয়ামে উপজেলার কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

প্রতিমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই উন্নয়ন হয়েছে। অথচ ১৪ বছর আগেও ৬০ শতাংশ ঘরে বিদ্যুৎ ছিল না। সেচের পানির জন্য চলনবিলের কৃষককে হাহাকার করতে হয়েছে। এক বস্তা সারের জন্য আন্দোলন করতে হয়েছে। কিন্তু এখন চলনবিলের কৃষকরা সুফল পচ্ছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু দর্শন অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনা ‘আমার গ্রাম আমার শহর’ কার্যক্রম বাস্তবায়ন করছেন। বিদ্যুতের আলোয় গ্রামগুলো জেগে উঠেছে। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, ইন্টারনেটসহ সকল নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে গেছে। ২০১০ সাল থেকে দেশে আট হাজার ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে হাতের মুঠোয় ২০১টি নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। এসব সেন্টার থেকে ঘরে বসেই জমির পরচা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এজেন্ট ব্যাংকিং, ই-কমার্স, পাসপোর্টের আবেদন করতে পারছেন তাঁরা। এর মধ্য দিয়ে নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও দুর্নীতি রোধ করা হয়েছে।

পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা সততা, মেধা আর সাহসিকতা দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। ১৩ বছরের পথ পরিক্রমায় মধ্যম আয়ের দেশ থেকে আমরা এখন উন্নত দেশের অভিযাত্রী। উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে এখন মানুষের জীবনযাত্রা অনেক সহজ, সুন্দর আর নিরাপদ। সহমর্মিতা দিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের নয় লাখ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন। সকল শ্রেণি-পেশার মানুষের সমৃদ্ধির জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে দলের নেতাকর্মীরাও মানুষের পাশে থাকছেন, তাদের বিপদের সঙ্গী হচ্ছেন। বিগত সময়ে আমরা কৃষকের মাঠে তাদের ধান কেটে দিয়েছি। ভবিষ্যতেও আমাদের রাজনীতি হবে মানুষের কল্যাণে।

তিনি বলেন, আমার অন্তরে ইচ্ছা রয়েছে চলনবিলের জন্য কিছু করি। সেই ইচ্ছা থেকেই উন্নয়ন অগ্রগতি হচ্ছে। কিন্তু দীর্ঘ ৩৭ বছর চলনবিলের কৃষকের জন্য ছিল অন্ধকার যুগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলনবিলকে আলোকিত করেছেন। সততা, মেধা ও সাহসিকতা দিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। মানুষের জীবনযাত্রা এখন সহজলভ্য, সুন্দর ও নিরাপদ হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান জানান, ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে’র আওতায় এক কোটি তিন লাখ টাকা ভর্তুকি মূল্যে তিনটি কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন, ৪০টি পাওয়ার থ্রেসার, ১০টি করে মেইজ শেলার ও পাওয়ার স্পেয়ার ও একটি ক্যারেট ওয়াসার বিতরণ করা হয়েছে।