- বাংলাদেশ
- ঢামেকে কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু
ঢামেকে কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

এসএম মহসীন উল মূলক। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কারাবন্দি এসএম মহসীন উল মূলকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়। মহসীন শ্যামনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত বরকতউল্লাহ সরদারের ছেলে।
তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় আট মাস ধরে কারাগারে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মোস্তফা বেলাল-ই টুটুল। তিনি বলেন, বৃহস্পতিবার নাশকতার একটি মামলায় তাকে সাতক্ষীরা আদালতে নেওয়া হয়। হাজিরা শেষে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে যান তিনি। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। মহসীন দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন বলে জানান টুটুল।
জানা যায়, শ্যামনগরের মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের সুন্দ্রেনাথ মন্ডলকে মুক্তিযুদ্ধের সময় নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনায় ২০০৯ সালের ২৬ এপ্রিল তার মেয়ে চন্দনা রানী মন্ডল ওরফে টুকু মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাড়ি থেকে তার বাবাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী কদমতলা এলাকার খালের পাশে ফেলে গুলি করে হত্যা করা হয়। মামলায় শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশেক-ই এলাহীর বাবা ইসরাফিল হোসেন ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের বাবা মুনসুর আলী সরদার ও মহসীন উল মূলকসহ ১২ জনকে আসামি করা হয়। এছাড়া উপজেলার বাদঘাটা গ্রামের মৃত সামছুর রহমান গাজী তার বাবাকে হত্যার ঘটনায় বাদী হয়ে মৃত নাসির উদ্দীনের ছেলে জিএম মহিউদ্দীনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আরেকটি মামলাটি করেন।
মামলার তদন্ত শেষে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগপত্র দেওয়া হয়। পরে গত বছরের ৬ সেপ্টেম্বর আসামি ফজের আলী, আব্দুল কুদ্দুস, জিএম মহিউদ্দীন ও মহসীন উল-মূলককে নিজ গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন