- বাংলাদেশ
- তিন মাসের চেয়ে বেশি ডেঙ্গু রোগী মের ২০ দিনেই
তিন মাসের চেয়ে বেশি ডেঙ্গু রোগী মের ২০ দিনেই

চলতি মাসের ২০ দিনে ৪২৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সংখ্যা গত তিন মাসে ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর চেয়েও বেশি। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪২০ জন। এই সময়ে এ ভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২০ দিনে একজনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলিত জানুয়ারি থেকে মে মাসের ২০ দিন পর্যন্ত ১ হাজার ৪১৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ছিল জানুয়ারিতে। এ মাসে ৫৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১ এবং এপ্রিলে ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। গত পাঁচ মাসে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ২৪০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৪২ জন এবং অন্যান্য বিভাগে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫২ জন। এর মধ্যে ঢাকার ৫১ জন এবং ঢাকার বাইরের একজন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
এতে বলা হয়, ঢাকার বাইরে এবার দ্রুত ডেঙ্গু বাড়ছে। এ বছর ঢাকাসহ ৪৪ জেলাতেই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
ভাইরাস বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এবার গ্রামেও ডেঙ্গুর ঝুঁকি রয়েছে। সারা দেশে বিরামহীন মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার পাশাপাশি দক্ষ চিকিৎসা জনবল গড়ে তুলতে হবে।
মন্তব্য করুন