ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিস পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিষ্ঠানের ভবন ও আশপাশে মশার সম্ভাব্য প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে বলা হয়েছে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসগুলোকে।

এ ছাড়া এই রোগগুলোর বিস্তার রোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে বলা হয়েছে সব শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীকে। গত ১৭ মে জারি করা মাউশির নির্দেশনাটি সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছর দেশে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোর ভবন ও আশপাশের খোলা জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। শিক্ষকরা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে পরামর্শ দেবেন।