শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোনো নির্বাচন নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে। এখন দফা একটাইু সরকারের পদত্যাগ। ফয়সালা হবে রাজপথে। জনগণকে ফিরিয়ে নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশে। তিনি উল্লেখ করেন, এখন বিএনপির স্লোগান ‘টেক ব্যাক বাংলাদেশ’। 

১০ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার বিকেলে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রায় ৪০ হাজার মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীকে হয়রানি করছে সরকার। তিনি বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার সমালোচনা করেন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ।   

তিনি বলেন, ব্রিটিশবিরোধী কৃষক আন্দোলনের নেতা নূরলদীনের ভাষায় বলতে চাই, ‘জাগো বাহে, কোনঠে সবাই।’ এবার ডাক এসেছে গণতন্ত্রের জন্য, সেই ডাকে আমাদের সাড়া দিতে হবে। 

রুমিন ফারহানা বলেন, ১৫ বছরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বহু নির্যাতন সহ্য করেছেন। মিথ্যা মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। তারেক রহমানকেও মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। কিন্তু হামলা আর মামলা দিয়ে আমাদের আর দমানো যাবে না।

তিনি বলেন, এই সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিদেশে এদের সেকেন্ড হোম রয়েছে। এরা একবার শাসনক্ষমতা থেকে নামলে আমাদের কিছু করতে হবে না, দেশের মানুষ এদের সব অপকর্মের বিচার করবে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান, জেলা সহসভাপতি রোকন উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক প্রমুখ।