- বাংলাদেশ
- জবির হলে ছাত্রী নির্যাতনের অভিযোগ তদন্তে কমিটি
জবির হলে ছাত্রী নির্যাতনের অভিযোগ তদন্তে কমিটি

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক আবাসিক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের একটি ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ঘটনাটি অতিদ্রুত তদন্তপূর্বক প্রতিবেদন দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আইনুল ইসলামকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নূরে আলম আব্দুল্লাহ এবং সহকারী প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীনকে সদস্য করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আইনুল ইসলাম বলেন, চিঠি পেয়েছি। আগামীকাল সোমবার কমিটির সবাই সভায় বসব। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ১২০৩ নম্বর কক্ষে তিন ঘণ্টা আটকে রেখে চারুকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফসা বিনতে নূরকে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি এবং সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী তামান্না ইসলাম তন্বী, ইশিতা, ফাল্গুনী আক্তার, নিনজা শিকদার, ইরা ও নাজমুন নাহার স্বর্ণা। এ ঘটনার পরদিন প্রভোস্টের মাধ্যমে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মন্তব্য করুন