- বাংলাদেশ
- মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছেন সেই বৃদ্ধা
মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছেন সেই বৃদ্ধা

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বেগম খাতুন
নান্দাইল উপজেলার মুশুলী গ্রামে বিল থেকে উদ্ধার সেই বৃদ্ধার পরিচয় মিলেছে। আঙুলের ছাপ নিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর নাম বেগম খাতুন (৮৮)। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জয়গঞ্জ পাগলাপাড়া বাজারের নিজাম উদ্দিনের মেয়ে। তাঁর স্বামীর নাম মনরোদ্দিন। বৃদ্ধার চার ছেলে রয়েছে। তবে তিনি নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের ভালুয়া বিলের মাঝখানে কীভাবে এলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রোববার সকাল ১০টার দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি শয্যার চাঁদর দিয়ে মুখ ঢেকে শুধু ফুঁপিয়ে কাঁদছেন বৃদ্ধা। কথা বলার জন্য কয়েকবার ডাক দিলেও মুখ আরও আড়ালের চেষ্টা করেন তিনি।
বৃদ্ধার পাশের শয্যার কয়েকজন রোগী ও তাঁদের স্বজনরা জানান, গত শনিবার হাসপাতালে ভর্তির পর থেকেই কান্নাকাটি করছেন বৃদ্ধা। তাঁকে কয়েকবার বিভিন্ন নাম ধরে ডাকাডাকি করলেও সাড়া দিচ্ছেন না। দেখতে আসা লোকজন কিছু দিতে চাইলেও নিচ্ছেন না।
বৃদ্ধার বড় ছেলে দুদু মিয়া (৬৭) দাবি করেন, তাঁর মা অসুস্থ এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। আগেও কয়েকবার নিখোঁজ হন। কিন্তু এবার দুই মাস ধরে তাঁর খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। গত শনিবার তাঁকে নান্দাইল পাওয়া গেছে বলে জানতে পারেন তাঁরা। রোববার মাকে নিয়ে যেতে তাঁরা নান্দাইলের উদ্দেশে রওনা দিচ্ছেন বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র সেবিকা হোসনে আরা বানু জানান, বৃদ্ধাকে ভিটামিন, ক্যালসিয়াম ও পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। তাঁর ডান চোখটি কোটর থেকে বের হয়ে আসছে। উপজেলা পর্যায়ের হাসপাতালে চোখের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, আঙুলের ছাপ নিয়ে বৃদ্ধার পরিচয় শনাক্ত করা গেছে। এখন তাঁর বাড়িতে যোগাযোগ করা হচ্ছে।
মন্তব্য করুন