- বাংলাদেশ
- দশ থেকে আট হয়ে এখন পাঁচে বাফুফের তদন্ত কমিটি
দশ থেকে আট হয়ে এখন পাঁচে বাফুফের তদন্ত কমিটি

সোহাগকাণ্ডের পর ফিফার অভিযোগগুলো ধরেই সংস্কারে নেমেছে বাফুফের তদন্ত কমিটি। কিন্তু ১০ জনের সেই তদন্ত কমিটিতে সক্রিয় এখন পাঁচজন। কাজে নামার আগেই কমিটির দুই সদস্য আতাউর রহমান ভূঁইয়া মানিক এবং মহিউদ্দিন আহমেদ মহী পদত্যাগ করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফের অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ মাঠে নামেন বাকিদের নিয়ে। কিন্তু শুরু থেকেই সেই টিমের তিন সদস্য অনুপস্থিত। গতকাল ছিল তদন্ত কমিটির চতুর্থ সভা। সেখানে ছিলেন না তিন সদস্য– হারুনুর রশিদ, ইমরুল হাসান ও ইলিয়াস হোসেন। এদের কেউ এলাকায় রাজনীতিতে ব্যস্ত রয়েছেন, কেউ আবার একেবারেই আগ্রহ দেখাচ্ছেন না। তার পরও বেঁধে দেওয়া ৩০ দিনের মধ্যেই তদন্ত কাজ শেষ হবে বলে আশাবাদী কাজী নাবিল। ‘আমাদের আরও তিন-চারটি সভা হতে পারে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ করতে পারব।’
এরই মধ্যে বাফুফের বেশ কয়েকজন স্টাফকে মুখোমুখি করেছিলেন তাঁরা। এর মধ্যে কয়েকজনকে একাধিকবার তলব করা হয়েছে। কাদের এবং কেন ডাকা হয়েছে– সঙ্গত কারণেই সেটা তদন্ত চলাকালে বলবেন না নাবিল। ‘আজকেও আমরা কয়েকজনকে ডেকেছিলাম। এর আগে যাঁদের ডেকেছিলাম, তাঁরাই এসেছিলেন।’
বর্তমানে কাজী নাবিলের সঙ্গে তদন্ত কমিটিতে কাজ করছেন আব্দুর রহিম, সত্যজিৎ দাশ রুপু, জাকির হোসেন ও ইমতিয়াজ হামিদ সবুজ।
মন্তব্য করুন