- বাংলাদেশ
- মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ
মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ
-samakal-646b2d9814569.jpg)
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আগে ফিফা উইন্ডোতে এশিয়ায় দুটি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। সফরের সম্ভাব্য সূচি আগেই জানা গিয়েছিল। এবার আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে আলবেলিস্তেরা। এক টুইটবার্তায় চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে।
#SelecciónMayor Gira Asia 2023
— ???????? Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) May 22, 2023
Amistosos confirmados:
15/06 vs @Socceroos en Beijing.
19/06 vs #Indonesia en Yakarta.
¡Vamos Selección! ???????????? pic.twitter.com/0FJwEZ83uH
আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে মেসিরা। এর আগে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় দুই দল মুখোমুখি হয়েছিল। যেখানে ২-১ গোলে জয় পায় মেসি-ডি মারিয়ারা। এরপর সফরের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।
কাতার বিশ্বকাপ জয়ের পর সর্বশেষ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কুরাসাওকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
চলতি বছরই শুরু হচ্ছে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবে আর্জেন্টিনা।
মন্তব্য করুন