- বাংলাদেশ
- বিএনপি নেতা মজনু একদিনের রিমান্ডে
বিএনপি নেতা মজনু একদিনের রিমান্ডে

প্রতীকী ছবি।
রাজধানীর পল্টন থানার বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহীন মিয়া। অপরদিকে, মজনুর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিন তার জামিনের আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মজনুর গ্রেপ্তারের প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র নেতারা। কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ ও ২৪ মে থানা এবং ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল। ২৭ মে দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ।
মন্তব্য করুন