- বাংলাদেশ
- কাউন্সিলর পদে জিতিয়ে দেওয়ার কথা বলে প্রতারণা, আটক ১
গাজীপুর সিটি নির্বাচন
কাউন্সিলর পদে জিতিয়ে দেওয়ার কথা বলে প্রতারণা, আটক ১

ফয়জুল ইসলাম মৌলভীবাজারের কমলগঞ্জ থানার দক্ষিণ কানাইদেশী গ্রামের বসির উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর টঙ্গীতে কয়েকজন কাউন্সিল প্রার্থীর সঙ্গে ফয়জুলের পরিচয় হয়। পরে তাদের টাকার বিনিময়ে কাউন্সিলর পদে বিজয়ী করে দেবেন বলে প্রস্তাব দেন তিনি।
সম্প্রতি নির্বাচন কমিশনে ‘লোক আছে’ এবং র্যাবের সহযোগিতায় কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে পারবেন বলে ফয়জুল এক কাউন্সিলর প্রার্থীর কাছে ৩০ লাখ টাকা চান। তবে গোয়েন্দা পুলিশ বিষয়টি জেনে যায়। পরে তাকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ফয়জুল নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতেন। টাকার বিনিময়ে কাউন্সিলর পদে জিতিয়ে দেওয়ার কথা বলে প্রতারণার সময় তাকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন