- বাংলাদেশ
- প্রতিবাদ কর্মসূচিতেও বিভক্ত নারায়ণগঞ্জ আওয়ামী লীগ
প্রতিবাদ কর্মসূচিতেও বিভক্ত নারায়ণগঞ্জ আওয়ামী লীগ

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের নেতৃত্বে মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগের দুটি পক্ষ। সোমবার দুপুর ও বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতারা।
সম্প্রতি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন। এর উল্লেখ করে বক্তারা বলেন, যারা হত্যার হুমকি দিয়েছে, তারা দেশ ও জাতির শত্রু। দেশের উন্নয়ন যারা চায় না, তারাই প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারে করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান নেতারা।

দুপুরে নগরীর ২ নম্বর রেলগেট এলাকার জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের করেন এক পক্ষের নেতারা। তাঁরা চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুসহ অন্যরা।
অপরদিকে বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সভাপতি আবদুল হাইয়ের নেতৃত্বে মিছিল বের করা হয়। পরে তাঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, দলের জাতীয় পরিষদ সদস্য আনিসুর রহমান দীপু, জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ প্রমুখ।
মন্তব্য করুন