- বাংলাদেশ
- ৮ দফা দাবি না মানলে প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা
৮ দফা দাবি না মানলে প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন

ফাইল ছবি
আট দফা দাবি অবিলম্বে পূরণ করা না হলে প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। দাবি আদায়ে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করছে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট’। কর্মসূচি পালনকালে শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাদ্রাসাগুলোতে প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হবে না। প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে সব শিক্ষক মাঠে আন্দোলন করবেন।
সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আয়োজনে দ্বিতীয় দিনের মতো এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে ঐক্যজোটের মুখপাত্র জয়নুল আবেদীন জেহাদী বলেন, ১৯৮৪ সালে ১৮ হাজার প্রতিষ্ঠান ছিল। কোনো ধরনের সুযোগ-সুবিধা না থাকায় ধাপে ধাপে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পাশাপাশি তাঁরা প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাচ্ছেন না। উপবৃত্তি না থাকায় পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা চলে যাচ্ছে। শিক্ষকরাও বিনা বেতনে চাকরি করছেন। তিনি বলেন, গত বছর শিক্ষামন্ত্রী দুটি বিষয়– উপবৃত্তি এবং বেতন জাতীয়করণের সমাধান করার আশ্বাস দিয়েছিলেন। চার মাসের সময় নিলেও আট মাস পার গেছে।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মো. মোখলেছুর রহমান। সঞ্চালনা করেন জোটের মহাসচিব তাজুল ইসলাম ফরাজী। উপস্থিত ছিলেন কাজী ফয়জুর রহমান, মুখপাত্র জয়নুল আবেদীন জেহাদী, মাওলানা আব্দুল কাদের মাল, মাওলানা আল-আমিন, শামসুল হুদা, আব্দুল হান্নান, শওকত আলী প্রমুখ।
মন্তব্য করুন