- বাংলাদেশ
- গাজীপুরে সিটি নির্বাচন হবে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন: ইসি আলমগীর
গাজীপুরে সিটি নির্বাচন হবে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ফাইল ছবি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। কোনো ধরনের অনিয়ম আশ্রয় পাবে না। এ নির্বাচন হবে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন। ভোটে অনিয়ম হলে গাইবান্ধার চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
আগামী ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসি আলমগীর বলেন, গাজীপুর সিটি নির্বাচনে শান্তিপূর্ণভাবে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। ভোটের দিন ও ফল ঘোষণার সময় পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদ দেন।
মন্তব্য করুন