চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে খুলনায় সমকাল সুহৃদ সমাবেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপুরীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে বেলা সাড়ে ১১টায় নগরীর সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ে ‘একাত্তরে মুক্তিযুদ্ধের চুকনগরের গণহত্যা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহেব আলী বলেন, মহান মুক্তিযুদ্ধের সারাদেশের যে গণহত্যা হয়েছে, তার মধ্যে খুলনার চুকনগর গণহত্যা ছিল একক বৃহত্তম গণহত্যা। ইতিহাসবিদরা অনেকে বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে চুকনগরে। অথচ নতুন প্রজন্মের শিশু-কিশোররা এর কিছুই জানে না। আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা উচিত। তিনি বলেন, চুকনগর ভারতীয় সীমান্তের নিকটবর্তী হওয়ায় স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন স্থান থেকে লোকজন সীমান্ত অতিক্রমের জন্য এখানে এসে জড়ো হন। ১৯৭১ সালের ২০ মে চুকনগরে যে গণহত্যা চালায় তাতে ১০ হাজার বা তারও বেশি মানুষ মারা যায়। যাঁদের লাশ নদীতে ফেলে দেওয়া হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশের খুলনার আহ্বায়ক এম সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশের খুলনার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, প্রিয়া রহমান, আয়েশা তাজিন, সানজিদা আক্তার লামিয়া, সাদিয়া সিদ্দিকা, হাফছা জাহান, মেরাজুল ইসলাম, এফ এম মুনতাসির হাসান মাহিম, সায়েম খান, অপূর্ব সাহা পার্থ প্রমুখ।

সুহৃদ, খুলনা