- বাংলাদেশ
- সরাসরি চুক্তিতে লঙ্কান লিগে দল পেলেন সাকিব
সরাসরি চুক্তিতে লঙ্কান লিগে দল পেলেন সাকিব

চলতি বছরের জুনে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএলে) নিলাম অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগেই সরাসরি চুক্তিতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে টেনেছে গল গ্ল্যাডিয়েটর্স। যেখানে সাকিবের সঙ্গী হিসেবে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে।
শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এবার এলপিএলের আসরে সব মিলিয়ে পাঁচটি দল অংশ নেবে। সাকিবসহ আরও কয়েকজন টাইগার ক্রিকেটারের নামও এবার তোলা হয় টুর্নামেন্টের ড্রাফটে। সাকিবকে সরাসরি চুক্তিতে নিলেও ড্রাফটে থাকায় নিলামের জন্য অপেক্ষা করতে হচ্ছে মুশফিকুর রহিম, লিটন দাস ও আফিফ হোসেনকে।
লঙ্কান লিগে দল পেলেও গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে সবগুলো ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। আফগানিস্তানের সঙ্গে সিরিজ থাকায় প্রথমদিকের কিছু ম্যাচ খেলতে পারবেন। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে আঙুলে চোটের কারণে তিনি ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন। সে কারণে তিনি খেলতে পারবেন না আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি।
গত ১৫ মে পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম লেখানোর সুযোগ ছিল। আগামী মাসের ১১ তারিখ এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই পর্দা উঠবে এলপিএলের চতুর্থ আসরের। এবারের অংশগ্রহণকারী পাঁচটি দল হল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরোরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকন্স। প্রতিটি দলে ৬ জন করে বিদেশি ক্রিকেটার দলভুক্ত করা যাবে। ২০ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
মন্তব্য করুন