দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানহানি মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুল জারিসহ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

গত বছরের ৩১ অক্টোবর ‘ ঋণের নামে হাতিয়েছে ১০ হাজার কোটি টাকা’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। এ ঘটনা সংক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মুরাদুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। মামলায় ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনসহ প্রতিবেদনকে বিবাদী করা হয়। এরপর দুইজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।

পরে জামিন নিয়ে তারা হাইকোর্টে মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ওই আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়।