- বাংলাদেশ
- ২৬০০ ইউনিয়নে ১২০০ কোটি টাকায় ইন্টারনেট অবকাঠামো
২৬০০ ইউনিয়নে ১২০০ কোটি টাকায় ইন্টারনেট অবকাঠামো

সারাদেশে ২৬০০ ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সেবা পরিচালনার দায়িত্ব পেয়েছে ফাইবার অ্যাট হোম এবং সামিট কমিউনিকেশন্স।
সারাদেশে ২ হাজার ৬০০ ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সেবা পরিচালনার দায়িত্ব পেল দুই বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার এট হোম এবং সামিট কমিউনিকেশন্স। প্রতিষ্ঠান দুটি ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, মানোন্নয়ন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রাজস্ব আদায় ও ভাগাভাগি করবে। এজন্য সোমবার (২২ মে) ফাইবার এট হোম ও সামিটের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তি সই করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি।
চুক্তি অনুযায়ী, ফাইবার এট হোম ১ হাজার ৩০৭টি এবং সামিট ১ হাজার ২৯৩টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করবে। তারা আগামী ২০ বছর ইউনিয়নগুলোতে সার্বক্ষণিক ইন্টারনেট সেবা সচল রাখবে। এর জন্য টানা হয়েছে ২০ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার। এতে সরকারের খরচ হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ইনফো সরকার প্রকল্প (তৃতীয় পর্যায়) আওতায় ২ হাজার ৬০০ ইউনিয়নে ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এটাকে টেকসই করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সেবা দেওয়ার।
কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাবিদ শফিউল্লাহ, ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুশফিকুর রহমান, ইনফো-সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক প্রণব কুমার সাহা প্রমুখ।
মন্তব্য করুন