- বাংলাদেশ
- নাশকতার মামলায় বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব গ্রেপ্তার
নাশকতার মামলায় বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব গ্রেপ্তার

গ্রেপ্তার মোজাফফর রহমান আলম। ছবি: সমকাল
বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কাড়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার মুজাফফর রহমান আলম দীর্ঘদিন ধরে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নাশকতার এক মামলায় মুজাফফর রহমান আলমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালামসহ ৩০ নেতাকর্মী কারাভোগ করেছেন। সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছেন
মন্তব্য করুন