- বাংলাদেশ
- মদিনার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন ৪১৯ হজযাত্রী
মদিনার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন ৪১৯ হজযাত্রী

হজযাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানাচ্ছে চসিক মেয়র। ছবি-সংগৃহীত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে মঙ্গলবার ভোরে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। এর মধ্য দিয়ে শুরু হলো চট্টগ্রামের মানুষদের হজযাত্রা। রাত ৩টা ২৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। পরে হজযাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। গত বছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট যায়। এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ৬টি যাবে মদিনায়। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল পাঁচ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি ১০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম-মদিনা হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (বিপণন) মো. সালাহউদ্দিন, মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. শাহ আলম ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রামের সভাপতি মো. আবু জাফর।
মন্তব্য করুন