- বাংলাদেশ
- ঘরে-বাইরে চ্যালেঞ্জের মুখে আ’লীগ প্রার্থী
ঘরে-বাইরে চ্যালেঞ্জের মুখে আ’লীগ প্রার্থী

আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে দলীয় তিন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাওয়ায় চতুর্মুখী লড়াইয়ে জমে উঠেছে আড়াইহাজার পৌরসভা নির্বাচন। স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করলে আওয়ামী লীগ প্রার্থী চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে মনে করছেন অনেকে।
আড়াইহাজার পৌরসভা নির্বাচন আগামী ১২ জুন। গত ১৬ মে মেয়র পদে চার প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাঁরা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র সুন্দর আলী, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, আড়াইহাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মেহের আলী মোল্লা ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশিদ।
আগামীকাল বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের এক দিন বাকি থাকলেও নির্বাচন বিশ্লেষকসহ স্থানীয় ভোটাররা এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। ঢালাওভাবে প্রচারণায় অংশ না নিলেও আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে দলের অন্য তিন স্বতন্ত্র প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় নৌকা প্রার্থীর বিজয় প্রথম দিকে সহজ মনে হচ্ছিল। কিন্তু দলের একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকায় দিন যতই গড়াচ্ছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুন্দর আলীর নির্বাচনী বৈতরণী পার হওয়া নিয়ে ততই সংশয় প্রকাশ করছেন ভোটাররা। তবে দলের স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করলে সুন্দর আলীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টিকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। তা না হলে ঘরে-বাইরে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তিনি।
এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী মেয়র সুন্দর আলী বলেন, যে কোনো নির্বাচন মানেই চ্যালেঞ্জ। সবসময় পৌরবাসী তাঁকে পাশে পেয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে ভোটাররা মুখিয়ে আছেন।
স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বলেন, ভোটারদের দাবির কারণে তিনি এবার প্রার্থী হয়েছেন। এর আগে তিনবার চেয়ারম্যান ও একবার মেয়র পদে পৌরবাসীর পাশে থেকে কাজ করেছেন।
আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মেহের আলী মোল্লা বলেন, ভোটাররা তাঁকে নির্বাচিত করতে চান। পৌরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিদান দিতেই তিনি প্রার্থী হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশিদ বলেন, পৌরবাসী নতুন নেতৃত্বের প্রতি আস্থা রাখতে চান। তাই তাঁদের সেই আস্থার প্রতিদান দিতেই তিনি প্রার্থী হয়েছেন।
আড়াইহাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মিয়াজউদ্দিন জানান, যদি আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে দলের একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী লড়াইয়ে থেকে যান, তবে নির্বাচনী ফলাফল কোন দিকে মোড় নেয়– তা এ মুহূর্তে বলা মুশকিল।
৪ নং ওয়ার্ডের বাসিন্দা হাবিব মিয়া জানান, প্রতীক বরাদ্দের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করেন তাহলে আওয়ামী প্রার্থীর বিজয় নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
১ নং ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েল জানান, জাতীয় নির্বাচনের আগে এ পৌরসভার নির্বাচন বেশ গুরুত্ব বহন করছে। আওয়ামী
লীগ প্রার্থীকে বিজয়ী করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে মাঠ পর্যায়ে কাজ করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আড়াইহাজার পৌরসভার রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম জানান, আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৫২৫। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
মন্তব্য করুন