চলতি মাসের ২৪ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ৬৪টি হারানো মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪০ হাজার ৩৯০ টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ বুধবার রাজধানীর উত্তরায় এপিবিএন সদরদপ্তরে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) ফিরোজ আল মুজাহিদ খান ৩০ ভুক্তভোগী ও তাদের স্বজনদের কাছে এ মোবাইল ফোন ও অর্থ হস্তান্তর করেন।

এ সময় এপিবিএন ১-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) কামরুল আমীন ও অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম উপস্থিত ছিলেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম চার মাসে এপিবিএন অপহৃত একজনকে উদ্ধার, ভুয়া পুলিশ ও নিয়োগ সংক্রান্ত দুই প্রতারক, এক জিনের বাদশাকে গ্রেপ্তার, ৩৬৮টি মোবাইল ফোন, বিকাশ প্রতারণার ৪ লাখ ৮০ হাজার ৪৩৯ টাকা ও ৬টি ফেসবুক আইডি উদ্ধার করে।

অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) ফিরোজ আল মুজাহিদ খান সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, সাইবার ক্রাইম, মানব পাচারসহ অন্যান্য অপরাধের তথ্য পেলে আপনারা সংশ্লিষ্ট ব্যাটালিয়নসহ এপিবিএন সদরদপ্তরকে অবহিত করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করবেন।