পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়া গণতন্ত্রের পক্ষের কাজ নয়। ভুলত্রুটি থাকলে আলোচনার মাধ্যমে সংশোধন করতে হবে। সংবিধান অনুযায়ী দেশের সব কিছু চলে। নির্বাচনে বাধা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জের হাওর এলাকায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্তে সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি মিলনায়তনে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বৃদ্ধি করেছেন। দাম কমে আসবে, এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের মানুষের শান্তি নষ্ট করতে যারা তৎপর হয়ে উঠেছেন, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাপাউবো (পূর্বাঞ্চল) অতিরিক্ত মহাপরিচালক এসএম শহীদুল ইসলাম, বাপাউবো (উত্তর-পূর্বাঞ্চল) অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার।