- বাংলাদেশ
- শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে তিন শিক্ষার্থী আহত
শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে তিন শিক্ষার্থী আহত

শিক্ষার্থীদের পাঠদানের সময় পলেস্তারা খসে পড়ে। ছবি: সমকাল
যশোরের মনিরামপুর উপজেলার টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে তিন শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, দোতলার একটি শ্রেণিকক্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের সময় পলেস্তারা খসে পড়ে। সে সময় শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ে পাঠদান করাচ্ছিলেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম রিপন। একপর্যায়ে ছাদের পলেস্তারা খসে পড়ে।
আহত শিক্ষার্থীরা। ছবি: সমকাল
এতে তিন ছাত্রী সোনালী আকতার, জান্নাতুল ফেরদৌস ও পূর্ণা দাস আহত হয়। ঘটনার সময় পলেস্তারা খসে পড়ার বিকট শব্দে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র দাস জানান, পুরোনো ভবনের দোতলার ছাদের একাংশে ফাটল দেখা দিয়েছে। এর ওপর পানি জমে থাকায় পলেস্তারা খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। কক্ষটির পশ্চিম পাশে শিক্ষার্থীদের বসতে নিষেধ করা হয়েছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, তিন ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা ভালো আছে।
মন্তব্য করুন