- বাংলাদেশ
- এবার কি সৌদিতে যাবেন ইনিয়েস্তা
এবার কি সৌদিতে যাবেন ইনিয়েস্তা

এবার বিদায় তাঁর জাপান যাপনের। ভিসেল কোবের হয়ে ১ জুলাই যে লিগের শেষ ম্যাচটি খেলতে নামছেন। ‘এত বছর এখানে কাটানোর পর আজ আমার জন্য আবেগময় একটি দিন। আমি চেষ্টা করেছি, মাঠে নিজের সেরাটা দিতে।’ তাহলে এবার ফিরে যাবেন স্পেনে বার্সেলোনার আপন ঠিকানায়?
শোনা যাচ্ছে, সৌদি আরবের একটি ক্লাব থেকে নাকি লোভনীয় প্রস্তাব রয়েছে বিশ্বকাপজয়ী স্পেনের সাবেক এই মিডফিল্ডারের। সংবাদ সম্মেলনে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। উত্তরে ইনিয়েস্তা– ‘আমি আপনাদের সত্য কথা বলছি, আমি আসলেই জানি না এর পর কোথায় খেলব।’
কিছুদিন আগেই চল্লিশে পা রেখেছেন ইনিয়েস্তা। বয়সের একটা ছাপ মাঠে পড়েছে তো অবশ্যই। কোবের হয়ে এই মৌসুমে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। কোচ তাকাউকি উসুহিদাই আর চাচ্ছেন না ইনিয়েস্তাকে। ‘কোচের নতুন পরিকল্পনায় অনেক কিছুই বদলেছে। তাঁর সেই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’
গত পাঁচ মৌসুমে কোবের হয়ে ১৩৩ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। সেখানে মাত্র দুটি ট্রফি জিতেছে তাঁর দল। তবে জাপান ছেড়ে এখনই অবসরে যেতে চান না তিনি। ‘আমি মনে করি, এখনও ফুটবল খেলার মতো সামর্থ্য রয়েছে আমার। আমি এখনও ফুটবল খেলতে চাই। আমি মাঠ থেকেই ক্যারিয়ার শেষ করতে চাই।’
কথাগুলো বলার সময় বড্ড অসহায় লাগছিল ইনিয়েস্তাকে। যিনি কিনা ২০১০ বিশ্বকাপ জিতেছেন, যাঁর ঝুলিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগার মতো ট্রফি রয়েছে– তিনি কিনা এখন মাঠে খেলার জন্য আকুতি করছেন। আসলে জাপানি এই ক্লাবে খেলার বেশি সুযোগ মিলছিল না তাঁর, সে কারণেই নাকি নতুন কোনো ক্লাব খুঁজছেন তিনি। সেটা সৌদি আরবেই হতে পারে।
মন্তব্য করুন