- বাংলাদেশ
- প্রধানমন্ত্রী উন্নয়নের ম্যাজিশিয়ান: শ ম রেজাউল
প্রধানমন্ত্রী উন্নয়নের ম্যাজিশিয়ান: শ ম রেজাউল

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ফাইল ছবি
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমাদের দেশকে একসময় ব্যঙ্গবিদ্রুপ করে ‘তলাবিহীন ঝুড়ি’ বলা হতো। সেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এখন বলা হয় উন্নয়নের ম্যাজিশিয়ান।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেডিকেল, হেলথ ট্যুরিজম এবং খাদ্য ও কৃষিবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ প্রদর্শনীর মিডিয়া পার্টনার দৈনিক সমকাল।
মন্ত্রী বলেন, বেসরকারি খাত এগিয়ে আসায় দেশের এ উন্নয়ন সম্ভব হয়েছে। নীতি নির্ধারণসহ বেসরকারি খাতকে রাষ্ট্রীয় সুযোগসুবিধা দেওয়া হয়েছে বলেই এ উন্নয়ন হয়েছে।
আরও বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খুরশিদ ইকবাল রেজভী, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব নিলুফার নাজনীন, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ, চেন্নাই ফার্টিলিটি সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ভি এম থমাস প্রমুখ।
মন্তব্য করুন