- বাংলাদেশ
- সিআইপি সম্মাননা পেলেন ইনসেপ্টা ভ্যাকসিনের ভাইস চেয়ারম্যান আক্তার জাহান
সিআইপি সম্মাননা পেলেন ইনসেপ্টা ভ্যাকসিনের ভাইস চেয়ারম্যান আক্তার জাহান

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে শিল্প মন্ত্রণালয় কর্তৃক শিল্প বিভাগে (মাঝারি) বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (শিল্প) সম্মাননা পেয়েছেন ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসনিন মুক্তাদির।
গত ২২ মে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শিল্প মন্ত্রণালয় আয়োজিত সিআইপি (শিল্প) ২০২১ সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা স্মারক এবং সিআইপি কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সিআইপি নির্বাচিত হওয়ায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে আক্তার জাহান হাসনিন মুক্তাদিরকে অভিনন্দন জানানো হয়েছে।
আক্তার জাহান হাসনিন মুক্তাদির বাংলাদেশের প্রথম জীবনরক্ষাকারী আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও অন্যতম কর্ণধার। মেধা, পেশাদারিত্ব, দূরদর্শিতা ও কর্ম-সৃজনশীলতায় তিনি এক অনন্য ব্যক্তিত্ব। জনস্বাস্থ্য সুরক্ষায় সুদক্ষ নেতৃত্ব দিয়ে তিনি র্যাবিস, হেপাটাইটিস-বি, টাইফয়েড, টিটেনাস, জরায়ু মুখের ক্যানসারের ভ্যাকসিনসহ জীবনরক্ষাকারী প্রধান প্রধান ভ্যাকসিনের উৎপাদন ও চাহিদার নিশ্চয়তা তৈরিতে বড় ভূমিকা পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতকোত্তর আক্তার জাহান হাসনিন মুক্তাদির আশির দশকে ফার্মাসিউটিক্যালস জগতে প্রবেশ করেন এবং নিজের দক্ষতা ও মেধার উন্মেষ ঘটান। দীর্ঘ পথচলায় ২০১১ সালে তিনি নব প্রতিষ্ঠিত ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে নিজেকে সক্রিয়ভাবে যুক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন